Bihar: রাহুলের সামনে নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা তেজস্বীর

তেজস্বী যাদব তাঁর বক্তব্যে নীতীশ কুমারের সরকারের উদ্দেশ্যে কড়া আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান সরকার তাঁর দলের নীতি নকল করছে।

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Bihar: রাহুলের সামনে নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা তেজস্বীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৭: শনিবার বিহারের আরার এক বিশাল সমাবেশে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) যুবনেতা, লালু-পুত্র তেজস্বী যাদব নিজেকে আসন্ন বিধানসভা নির্বাচনে INDIA জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (Chief Ministerial face) হিসেবে ঘোষণা করেন। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্দেশ্যে তাঁর নীতিগুলি টুকলি (copy) করার অভিযোগ তোলেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র (Voter Adhikar Yatra) শেষ পর্বে এই ঘোষণা করেন তেজস্বী। বিহার নির্বাচনকে ঘিরে INDIA জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন, তা নিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধী এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু শনিবারের এই জনসভায় রাহুল গান্ধীর উপস্থিতিতেই এই ঘোষণা করা হয়।

সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবও এই যাত্রায় রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের সঙ্গে যোগ দেন এবং তেজস্বীকে INDIA জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তাঁর দৃঢ় সমর্থন (strong support) জানান। অখিলেশ এই যাত্রাকে বিহারের গণতান্ত্রিক অধিকার (democratic rights) রক্ষার আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, এটি সেই রাজ্যের মানুষের মধ্যে তাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সচেতনতা জাগিয়েছে।

তেজস্বী যাদব তাঁর বক্তব্যে নীতীশ কুমারের সরকারের উদ্দেশ্যে কড়া আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান সরকার তাঁর দলের নীতি নকল করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের মধ্যে কোনোরকম অনিশ্চয়তা দূর করে একক মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণার এই স্ট্র্যাটেজি (strategy) বিহারে বিরোধী জোটের জন্য একটি বড় গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen