UP: যোগিরাজ্য উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারখানার কাছে জড়ো হয়েছেন অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

উজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.১০: রবিবার সকালে উত্তরপ্রদেশের লখনৌয়ের গুদাম্বা পুলিশ স্টেশন এলাকার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। প্রাথমিক রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল যে এই দুর্ঘটনায় চার থেকে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তবে এখনও পর্যন্ত আধিকারিকরা দু’জনের মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন।

উদ্ধার কাজ (Rescue operations) চলছে এবং আরও প্রাণহানি রোধ করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারখানার কাছে জড়ো হয়েছেন অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

এই বছরের জুন মাসে, উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি গ্রামের বনাঞ্চল-সংলগ্ন (forested outskirts) এলাকায় একটি বাজি কারখানায় একই রকম এক ভয়াবহ বিস্ফোরণ (massive explosion) ঘটে, যাতে পাঁচজন মহিলা নিহত হন এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হন বলে পুলিশ জানিয়েছিল।

এতেই পরিষ্কার, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার দুরাবস্থা। দিকে-দিকে বেআইনি বাজি কারখানায় ভরে যাচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে তৈরি হচ্ছে বোমা, যা রাজ্য বর্ডার পেরিয়ে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভোটমুখি রাজ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen