WB Assembly: ভিনরাজ্যে বাঙালি নির্যাতন ইস্যুতে বিধানসভায় নিন্দা প্রস্তাব, বিশেষ অধিবেশনে দুই দিনের আলোচনা
প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাজ্য থেকে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের খবর উঠে আসছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: ভিনরাজ্যে বাঙালিদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ নতুন নয়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাজ্য থেকে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের খবর উঠে আসছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। যদিও পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সুরক্ষায় নবান্ন (Nabanna) একাধিক পদক্ষেপ নিয়েছে, তবুও অভিযোগ কমছে না। এই পরিস্থিতিতেই বিধানসভায় আনা হয়েছে নিন্দা প্রস্তাব।
আজ, সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশন, যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ তারিখ করমপুজোর ছুটি থাকায় কার্যত দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রতিদিন দু’ঘণ্টা ধরে আলোচনা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
সকালে ১১টা নাগাদ অধিবেশন শুরু হয়। হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে বিধায়ক-মন্ত্রীদের নিরাপত্তারক্ষীরা অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না বলে স্পিকারের নির্দেশে বিধানসভার গেটে বিজ্ঞপ্তি জারি হয়। শোকপ্রস্তাবের পর বাংলা বিরোধী ঘটনাগুলির প্রতিবাদে সংবিধানের ১৬৯ নং ধারা অনুযায়ী নিন্দা প্রস্তাব তোলা হয়। মূলত এই প্রস্তাব ঘিরেই ডাকা হয়েছে তিন দিনের বিশেষ অধিবেশন। এছাড়া এসআইআর-এর (SIR) বিরোধিতা ও নারী সুরক্ষায় অপরাজিতা বিল (Aparajita Bill) ফেরত নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
একই সময়ে নতুন বিতর্ক ছড়িয়েছে এসএসসি-র (SSC) ২০১৬ সালের বাতিল হওয়া নিয়োগ প্যানেলের তালিকা প্রকাশ নিয়ে। এনিয়ে বিরোধীরা অধিবেশনে গোলমাল করতে পারেন, এমন আশঙ্কা থাকছে। সব মিলিয়ে, বাংলা-বাঙালি নির্যাতন ইস্যুকে ঘিরে আসন্ন মঙ্গলবার ও বৃহস্পতিবারের অধিবেশনে তুমুল আলোচনা ও বিতর্কের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক মহল।