আজ থেকে চালু হয়ে গেল ‘শ্রমশ্রী পোর্টাল’
পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও মর্যাদার সঙ্গে কাজের সুযোগ নিশ্চিত করতে চালু হল ‘শ্রমশ্রী পোর্টাল’।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৯: পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও মর্যাদার সঙ্গে কাজের সুযোগ নিশ্চিত করতে চালু হল ‘শ্রমশ্রী পোর্টাল’। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, বিজেপি শাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে ফিরে আসা বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতর উদ্যোগী হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, “২১ অগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন তাঁদের কোনও অসুবিধা হবে না।”
রাজ্য সরকারের দাবি, বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা এবং রাজস্থানে বাংলা ভাষায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হচ্ছে, এমনকি জোর করে পুশব্যাক বা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর মতো ঘটনাও ঘটছে। এই সঙ্কটের ফলে হাজার হাজার শ্রমিক কর্মস্থল ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে বাধ্য হয়েছেন।