এসডিএমের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীনতার অভিযোগ
শুক্রবার হাথারসের নির্যাতিতা তরুণীর পরিবারকে সমবেদনা জানাতে দিল্লী থেকে ২০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন তৃণমূলের এক প্রতিনিধিদল। কিন্তু পথেই বাধা তৈরি করে পুলিশ, প্রশাসন। প্রতিনিধিদলের নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বাগবিতণ্ডা হয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গেও। আপত্তিকর আচরণ করা হয় দলের মহিলা সদস্যদের সঙ্গে। এবার সেই আচরণের বিরোধিতায় প্রশাসনিক কর্তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। হাথারসের এসডিএম প্রেম প্রকাশ মিনার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের পুলিশে অভিযোগ দায়ের করা হল।
অন্যদিকে, হাথারসে তৃণমূল প্রতিনিধিদের পুলিশি বাধার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি। একই দিনে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত যৌথ মিছিলে ডাক দিয়েছে বাম ও কংগ্রেস।