WB Assembly : আজ বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন, কী কী বিষয় নিয়ে হবে আলোচনা?

বিধানসভার বৃহস্পতিবারের অধিবেশনে আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

September 2, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৫২: বিধানসভার বিশেষ অধিবেশনের আজ দ্বিতীয় দিন। প্রথমার্ধে থাকছে প্রশ্নোত্তর পর্ব, আর দ্বিতীয়ার্ধে আলোচনা হবে বাংলা ভাষার অপমান এবং বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে। সোমবারই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রস্তাব পেশ করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি গ্রহণ করেছেন। আজ এবং বৃহস্পতিবার – করম পুজোর জন্য বুধবার ছুটি, প্রতিদিন দু’ঘণ্টা করে আলোচনা হবে এই প্রস্তাব নিয়ে।

এই আবহেই সোমবার কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে শাসকদলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিতে উদ্যোগী হয় সেনা। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সেখানে পৌঁছে যান। ফলে অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

বিধানসভার বৃহস্পতিবারের অধিবেশনে আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen