দল বদলের বাজারে রেকর্ড ভাঙল প্রিমিয়ার লিগ, লিভারপুলে ইসাক,সিটিতে ডোনারুম্মা…

বিশ্ব ফুটবলে ট্রান্সফার মার্কেটে রেকর্ডব্রেকিং চুক্তিতে নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিলো লিভারপুল।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩৫: শেষ দিনের নাটকীয়তাই যেন ট্রান্সফার মার্কেটের(Transfer Market) প্রাণ। এবারের ডেডলাইন ডে-ও তার ব্যতিক্রম নয়। বিশ্ব ফুটবলে এই ট্রান্সফার মার্কেটে সবচেয়ে নজর কেড়েছে লিভারপুল(Liverpool)। রেকর্ডব্রেকিং চুক্তিতে নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিলো লিভারপুল। এই সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল, অবশেষে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিলেন তিনি। লিভারপুলের জন্য এটি শুধু দলে বড়সড় সংযোজন নয়, বরং তাদের প্রিমিয়ার লিগ (EPL)শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পষ্ট বার্তা।

তবে আনন্দের মাঝেও দলবদলের বাজারে একটা ধাক্কা খেতে হয় তাদের। ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গেহিকে ৩৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার প্রায় সব প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। মেডিকেলও সম্পন্ন হয়, কিন্তু শেষ মুহূর্তে বিকল্প ডিফেন্ডার না মেলায় ক্রিস্টাল প্যালেস এই চুক্তি ভেস্তে দেয়।

আর্সেনাল এদিকে নিজেদের দলে বায়ার লেভারকুসেন থেকে ইকুয়েডরিয়ান ডিফেন্ডার পিয়েরো হিঞ্চাপিয়েকে লোনে এনে তারা রক্ষণের ঘাটতি পূরণের চেষ্টা করছে। অন্যদিকে ইসাকের শূন্যতা পূরণে নিউক্যাসল তড়িঘড়ি ৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করে ব্রেন্টফোর্ডের ইয়োয়ানে উইসাকে দলে নেয়।

অন্য দিকে প্রিমিয়ার লিগের আরেক দল টটেনহ্যামও বসে থাকেনি। পিএসজি থেকে র‍্যান্ডাল কোলোমুয়ানিকে লোনে দলে এনে আক্রমণভাগ মজবুত করেছে তাঁরা। আরেকটি বড় চমক বায়ার্ন মিউনিখে চেলসির নিকোলাস জ্যাকসন জোর করে লোনে আসার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে স্থায়ী চুক্তির সম্ভাবনাও রাখা হয়েছে।

ম্যানচেস্টারের ক্লাবেরাও বেশ তৎপর।ম্যান ইউনাইটেড সেনে ল্যামেন্সকে ১৮.১ মিলিয়ন পাউন্ডে সই করিয়েছে, পাশাপাশি জাডন স্যাঞ্চোকে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছে লোনে। ভিলা আরও শক্তি বাড়িয়েছে লিভারপুলের হার্ভি এলিয়টকে দলে নিয়ে। অন্যদিকে বড় চমক দিয়েছে ম্যান সিটি জিয়ানলুইজি ডোনারুম্মাকে দলে নিয়েছে ২৬ মিলিয়ন পাউন্ডে, যদিও এডারসনের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

চমকপ্রদ খরচ করেছে ফুলহ্যামও শাখতার থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার কেভিনকে ৩৪.৬ মিলিয়ন পাউন্ডে কিনে ক্লাব রেকর্ড ভেঙেছে। তবে হ্যারি উইলসনের লিডসে যাওয়া শেষ মুহূর্তে ভেস্তে যায়। নতুন দল সান্ডারল্যান্ডও বেশ নজর কেড়েছে আয়াক্সের ব্রায়ান ব্রোবি, বার্ট্রান্ড ট্রাওরে ও লেইপজিগের গীরত্রুইদাকে দলে নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen