নেতা নয়, এখন তারকা! পুজোর উদ্বোধনের নতুন ট্রেন্ডে বাজেটের ছড়াছড়ি

ভিড় বাড়ে, সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, ফলে পুজোর প্রচারও তুঙ্গে ওঠে। তাই নামকরা ক্লাবগুলো মোটা অঙ্ক খরচ করতেও পিছপা হয় না।

September 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৪৫: পুজোর মরসুমে কলকাতার ক্লাবগুলির অন্যতম আকর্ষণ তারকাদের উপস্থিতি। প্রতিবারের মতো এ বছরও বেশ কয়েকটি বড় পুজো আয়োজকরা জনপ্রিয় মুখদের সঙ্গে যোগাযোগ করেছে উদ্বোধনের জন্য। খবর, তালিকায় রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, অভিনেত্রী মধুমিতা সরকারসহ আরও কয়েকজন টলি ও টেলি তারকা।

আসলে উদ্বোধনের দিনে তারকার আগমন মানেই আলাদা চমক। ভিড় বাড়ে, সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, ফলে পুজোর প্রচারও তুঙ্গে ওঠে। তাই নামকরা ক্লাবগুলো মোটা অঙ্ক খরচ করতেও পিছপা হয় না।

পারিশ্রমিকের হিসাবে বিক্রম চট্টোপাধ্যায় নেন আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকা। মধুমিতা সরকারের জন্য আয়োজকদের খরচ হতে পারে দুই থেকে আড়াই লক্ষ টাকা। জনপ্রিয় টিভি তারকারা সাধারণত আশি হাজার থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পারিশ্রমিক দাবি করেন। অন্যদিকে গায়ক বা ব্যান্ডশিল্পীদের ক্ষেত্রে পারিশ্রমিক আরও বেশি, অনুষ্ঠানের ধরন অনুযায়ী তিন থেকে সাত লক্ষ টাকার মধ্যে ওঠানামা করে।

আগে যেখানে পাড়ার পুজো উদ্বোধনে স্থানীয় নেতা বা প্রশাসনিক কর্তাদের ডাকাই ছিল প্রচলন, এখন ট্রেন্ড বদলেছে। দর্শক টানতে হলে চাই সেলেব্রিটি। তাই এ বছরও দুর্গাপুজোর উদ্বোধনে টলিউড তারকাদের ভিড় যে জমতে চলেছে, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen