রজার বিনির পর বোর্ড প্রেসিডেন্ট সচিন? জয় শাহর ব্যক্তিগত উদ্যোগে গুঞ্জন তুঙ্গে
ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার সচিন তেণ্ডুলকরকেই দেখা যেতে পারে বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার সচিন তেণ্ডুলকরকেই দেখা যেতে পারে বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে। বোর্ডের অন্দরে জল্পনা চলছে যে আগামী নির্বাচনে সচিনই নাকি হতে চলেছেন বোর্ডের নতুন প্রেসিডেন্ট। আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেও চাইছেন তাকে। সূত্রের খবর, সচিনকে বোঝানোর দায়িত্ব খোদ তিনিই নিজেই নিয়েছেন এবং এবং এই জায়গায় বিরাট একটি ভূমিকা পালন করছেন।
চলতি মাসের শেষের দিকে বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি লোধা কমিটির নিয়ম মেনেই হবে। কারণ জাতীয় ক্রীড়া আইনের চূড়ান্ত রূপরেখা তৈরিতে আরও কিছুটা সময় লাগবে। অন্যদিকে, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট রজার বিনির বয়স ইতিমধ্যেই ৭০ পেরিয়েছে। লোধা আইনের নিয়ম অনুযায়ী তাঁর পক্ষে আর ওই পদে থাকা সম্ভব নয়। ফলে নতুন প্রেসিডেন্ট হিসেবে কোনও হেভিওয়েট ক্রিকেটারকেই দায়িত্বে আনার বিষয়ে ভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রজার বিনির আগে বোর্ড সভাপতির পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই মহারথীর অধ্যায়ের পরে বড় মাপের আরেকজন ক্রিকেটারকেই এই পদে দেখতে চায় বোর্ডের শীর্ষ মহল। সেই কারণেই আলোচনায় উঠে আসে স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরের নাম। মাসখানেক আগে লন্ডনের লর্ডসে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি চলাকালীন জয় শাহ ও শচীনের মধ্যে এই বিষয়ে প্রাথমিক কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।
তবে এখনও পর্যন্ত সচিনের তরফে এই বিষয়ে কোনও চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। তার প্রধান কারণ তাঁর সঙ্গে জড়িত বিপুল অর্থের বিজ্ঞাপন চুক্তি। বোর্ড প্রেসিডেন্ট হলে এসব চুক্তি ভাঙতে হবে সচিনকে। তবে জয় শাহর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো হওয়ায় শেষ মুহূর্তে রাজি হওয়ার সম্ভাবনাকেই বেশি মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।
সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইতিহাসে আবারও দেখা যেতে পারে এমন এক প্রেসিডেন্টকে, যিনি নিজেই ক্রিকেটের এক বড় নাম । মাঠের ভেতর ব্যাট হাতে যেমন তিনি দেশের গর্ব ছিলেন, এবার বোর্ড প্রশাসনে সেই একই দৃঢ়তায় ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলেই আশা ভক্তদের।
এখন সবার চোখ সচিনের সিদ্ধান্তের দিকে। চলতি মাসের শেষেই পরিষ্কার হয়ে যাবে, ক্রিকেটের ঈশ্বরকে কি সত্যিই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দেখতে চলেছে কি না !