লক্ষ্য ২০২৬: হাওড়ায় ভোটের ‘মার্জিন’ বাড়াতে বৈঠকে কড়া বার্তা অভিষেকের
হাওড়া সদরের বালি ও উত্তর হাওড়ায় বিজেপির কিছুটা প্রভাব রয়েছে। এই অঞ্চলগুলিতে নিচুতলায় নেতৃত্বে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৯: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাওড়া জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবারের এই বৈঠকে হাওড়া সদর ও হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার নেতাদের উপস্থিতিতে অভিষেক স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোটের ব্যবধান কমার কারণ খুঁজে এখনই মেরামতির কাজ শুরু করতে হবে।
তৃণমূল সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২৪-এর লোকসভা ভোটে কয়েকটি বিধানসভায় ব্যবধান কমেছে। বিশেষ করে মনোজ তিওয়ারির শিবপুর এবং অরূপ রায়ের মধ্য হাওড়া কেন্দ্রের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক। উত্তর হাওড়া ও বালির নেতৃত্বকে সতর্ক করে তিনি জানিয়েছেন, সামান্য ব্যবধানে জয় যথেষ্ট নয়, ভোটের মার্জিন বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০২১-এ উত্তর হাওড়ায় তৃণমূল (TMC) জিতেছিল মাত্র সাড়ে ৫ হাজার ভোটে, বালিতে ব্যবধান ছিল ৬ হাজার। যদিও হাওড়ার তৃণমূল নেতা কৈলাস মিশ্র আশাবাদী, “আমাদের ৮টি বিধানসভাতেই লিড আছে। সেই মার্জিন আরও বাড়বে।”
বৈঠকে হাওড়া পুরসভার ভোট নিয়েও আলোচনা হয়। ২০১৩ সালের পর থেকে সেখানে আর ভোট হয়নি। ২০১৮ সালে হাওড়া (Howrah) ও বালি পুরসভা সংযুক্ত করার বিল বিধানসভায় পাশ হলেও তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাতে সই করেননি। পরে পৃথক করার বিলও পাশ হয়, কিন্তু তা এখনও জটের মধ্যে। অভিষেক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করবেন।
২০২৪-এর লোকসভা ভোটে হাওড়া জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল লিড পেয়েছে। গ্রামীণ হাওড়া এখন জোড়াফুলের দুর্ভেদ্য দুর্গ। তবে হাওড়া সদরের বালি ও উত্তর হাওড়ায় বিজেপির কিছুটা প্রভাব রয়েছে। এই অঞ্চলগুলিতে নিচুতলায় নেতৃত্বে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ২০২৬-এর নির্বাচনে হাওড়া জেলায় ভোটের ব্যবধান বাড়িয়ে তৃণমূলের অবস্থান আরও মজবুত করতে চাইছে দল।