The Bengal Files: বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো ‘দ্য বেঙ্গল ফাইলস’

বিজেপিপন্থী সিনেমা পরিচালক বলেই পরিচিত বিবেক অগ্নিহোত্রী। তাঁর প্রত্যেক ছবিতেই ফুটে ওঠে বিজেপির নির্বাচনী এজেন্ডা।

September 7, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৮: বক্স অফিসে ধসে গেলো বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। শুক্রবার মুক্তিপ্রাপ্ত এই রাজনৈতিক থ্রিলারটি তার প্রথম দিনে ভারত জুড়ে মাত্র ১.৭৫ কোটি টাকা আয় করেছে বলে ইন্ডাস্ট্রি ট্র্যাকারদের (industry trackers) প্রাথমিক অনুমান। এই সংখ্যাটি অগ্নিহোত্রীর আগের সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর (The Kashmir Files) কালেকশনের তুলনায় একেবারেই নগণ্য, যা প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকা আয় করেছিল।

এর থেকেও বেশি হতাশার বিষয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’ হিমেশ রেশাম্মিয়ার ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ (Badass Ravikumar) (২.৭৫ কোটি টাকা) বা সোনু সুদের (Sonu Sood) ‘ফতেহ’-এর (২.৪৫ কোটি টাকা) প্রথম দিনের সংগ্রহকেও অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। সিনেমাটির দর্শক আসন ধারণের হার ভারতজুড়ে প্রথম দিনে মাত্র ২১.২৪ শতাংশ ছিল।

দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে ২.২৫ কোটি টাকা আয় করে, যা তার মোট সংগ্রহকে ৪ কোটি টাকায় নিয়ে গেছে। এই হতাশাজনক পারফরম্যান্স স্পষ্ট করে দিয়েছে যে, প্রচার এবং হাইপ থাকা সত্ত্বেও, সিনেমাটি দর্শকদের মন জয় করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

বিজেপিপন্থী সিনেমা পরিচালক বলেই পরিচিত বিবেক অগ্নিহোত্রী। তাঁর প্রত্যেক ছবিতেই ফুটে ওঠে বিজেপির নির্বাচনী এজেন্ডা (BJP’s agenda)। কিন্তু এবার যে ভারতের মানুষ এই প্রোপাগান্ডাকে (propaganda) গ্রহণ করেননি, তা স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen