চরমে Ukraine-Russia WAR, রবিবার ইউক্রেনের একাধিক সরকারি ভবনে হামলা চালাল মস্কো
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: রবিবার হঠাৎ করেই চরমে পৌঁছে গেল রাশিয়া বনাম ইউক্রেন সংঘাত (Ukraine-Russia WAR)। এদিন সকাল থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণ চলছে দুই দেশের মধ্যে। অন্যদিকে দুই দেশের যুদ্ধপরিস্থিতি নিয়ে এখনও আলোচনা চলছে। স্থায়ী শান্তি ফেরানোর চেষ্টা হচ্ছে। কখনও আমেরিকা, কখনও ইউরোপীয় ইউনিয়ন আবার কখনও ভারত দুই দেশের মধ্যে সংঘর্ষবিরত চুক্তি করাতে উঠে পড়ে লেগেছে। তা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। উল্টে আজ ফের চরম যুদ্ধ শুরু হল দুই দেশের মধ্যে।
বিভিন্ন দেশ চাইছে মস্কো ও কিয়েভের সংঘাত থামুক। ভ্লাদিমির পুতিন ও ভলদোমির জেলেনস্কি থামছেন না। অভিযোগ আজ, রবিবার ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের মন্ত্রিসভার ভবন সহ একাধিক সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে যুদ্ধ চলছে ইউক্রেন ও রাশিয়ার। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথম ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে হামলা করল রাশিয়া। মস্কোর হামলায় কিয়েভের একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ব্রায়েনস্ক প্রদেশের দ্রুঝবার জ্বালানি তেলের পাইপলাইনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলিকে নিশানা করেছে ইউক্রেন সেনাবাহিনী।