Japan: দল ধরে রাখতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: জাপানের (Japan) প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Shigeru Ishiba) তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। রবিবার এই ঘোষণার মাধ্যমে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (LDP) মধ্যে বিভাজন রুখতে চাইছেন বলে জানানো হয়েছে। জুলাই মাসের সংসদীয় নির্বাচনে তাঁর দল এবং জোটসঙ্গী কোমেইতো (Komeito) দলের ব্যাপক পরাজয়ের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইশিবার নেতৃত্বাধীন জোট জাপানি সংসদের নিম্ন ও উচ্চ – উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ২৪৮ সদস্যের উচ্চকক্ষে তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। সরকারের প্রতি জনগণের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় নির্বাচনী পরাজয়ের দায় নেওয়ার জন্য দল থেকে ইশিবার ওপর চাপ বৃদ্ধি পেতে থাকে।

এলডিপির দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর চাপ তিনি প্রায় এক মাস ধরে প্রতিহত করলেও দলীয় বিভাজন তীব্র হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত তাঁর পদত্যাগের পথ প্রশস্ত করে। প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এলো এমন এক সময়ে যখন সোমবার দলটি নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। এই নির্বাচন যদি অনুমোদিত হতো, তাহলে তা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব হিসেবে গণ্য হত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen