Hockey AsiaCup 2025: ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩১: হকিতে এশিয়া সেরা ভারত। গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতে নিলেন
হরমনপ্রীতরা। ৪-১ গোলে জিতেছে ভারতীয় দল। জোড়া গোল করেন দিলপ্রীত সিং। অপর দু’টি গোল করেন সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস।
রবিবার, রাজগীরের স্টেডিয়ামে খেলা শুরুর ৩১ সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় ভারত। সুখজিৎ রিভার্স হিটে প্রথম গোলটি করেন। ন’মিনিটের মাথায় পেনাল্টি পায় ভারত। দক্ষিণ কোরিয়ার গোলকিপার শট প্রতিহত করেন। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান দিলপ্রীত। তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। চতুর্থ কোয়ার্টারে পাঁচ মিনিটের মধ্যে চতুর্থ গোল করে ভারত।
একটি গোল শোধ করে কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সন দাইন। উল্লেখ্য, এই নিয়ে চারবার এশিয়া কাপ জিতল ভারত। পাশাপাশি আগামী বছর হকি বিশ্বকাপের টিকিটও আদায় করে নিলেন হরমনপ্রীতরা।