Vice President election: অঙ্কের হিসাবে INDIA-র থেকে অনেকটাই এগিয়ে NDA শিবিরের প্রার্থী?
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশে মোট সাংসদের সংখ্যা ৭৮৬, প্রত্যেকেই উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৭তম উপ রাষ্ট্রপতি নির্বাচন (Vice President election) হতে চলেছে দেশে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাংসদরা। মুখোমুখি লড়াই হচ্ছে, বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি (B Sudarshan Reddy) এবং NDA শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) মধ্যে। সাধারণ পাটিগণিতের হিসাব বলে, গোহারা হারতে চলেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী।
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশে মোট সাংসদের সংখ্যা ৭৮৬, প্রত্যেকেই উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৯৪টি ভোট। সাফ হিসাবে, NDA শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন দুই কক্ষ মিলিয়ে ৪২২ জন NDA সাংসদের ভোট পেতে চলেছেন। YSRCP-র ১১ জন সাংসদ সরকার পক্ষের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ফলে সব মিলিয়ে ৪৩৩টি ভোট পেতে পারেন রাধাকৃষ্ণন।
অন্যদিকে, বিরোধী শিবিরের প্রার্থী ৩১৩ জন বিরোধী সাংসদের ভোট পেতে পারেন। তাঁকে সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে আপের ১২ জন সাংসদের ভোট সহ মোট ৩২৫ জন সাংসদের ভোট পেতে পারেন বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। উল্লেখ্য, বিআরএস-র তিনজন সাংসদ কোন প্রার্থীকে সমর্থন করবেন তা এখনও জানা যায়নি। বিজেডি-র সাতজন সাংসদের সমর্থন কোন দিকে যাবে, তাও নির্ধারিত হয়নি।
গণিতশাস্ত্র নির্ভুল শাস্ত্র। অঙ্কের হিসাব বলে, আসন্ন উপ রাষ্ট্রপতি ভোটে জয়ী হতে চলেছেন NDA শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনিই হবেন ধনখড়ের উত্তরসূরি।