ফের রক্তাক্ত জেরুজালেম, জঙ্গি হামলায় নিহত ৬

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ইজরায়েল-হামাস সংঘাত ফের নতুন মাত্রা পায়।

September 9, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৭: ইজরায়েলে ফের ভয়াবহ জঙ্গি হামলা। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজধানী জেরুজালেমের পূর্ব অংশে রামোট জংশনের কাছে যাত্রীবাহী এক বাসে এলোপাথাড়ি গুলি চালায় দুই জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৬ জনের, আহত হয়েছেন আরও ১৫ জন। ব্যস্ত এলাকায় আচমকা এই হামলায় তীব্র আতঙ্ক ছড়ায়।

পুলিশ জানায়, হামলার পরই পাল্টা অভিযানে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা করেই জনবহুল ওই এলাকায় হামলার ছক কষা হয়েছিল। হামলার নেপথ্যে হামাস নাকি অন্য কোনও সংগঠন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও গোয়েন্দা সূত্রে খবর, হামাসের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ইজরায়েল-হামাস সংঘাত ফের নতুন মাত্রা পায়। গাজা থেকে শুরু হওয়া সংঘর্ষ ক্রমে ছড়িয়ে পড়ে পশ্চিম তীর ও জেরুজালেমে। গত দুই বছরে ইজরায়েল একাধিক জঙ্গি হামলার সাক্ষী থেকেছে, যার অধিকাংশ ক্ষেত্রেই হামাসের নাম উঠে এসেছে। সোমবারের এই রক্তক্ষয়ী হামলার পর ফের তীব্র অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen