টাকা আদায়ের জন্য আটকে রাখা যাবে না মৃত রোগীর দেহ, নির্দেশ Health Commission-র
বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (Health Commission) সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৫০: বকেয়া টাকা আদায়ের জন্য মৃত রোগীর দেহ (Dead Body) আটকে রাখা যাবে না।
রোগী মারা গেলে, তার চিকিৎসাজনিত খরচ বকেয়া থাকলেও, মৃত দেহ আটকে রাখা যাবে না। বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (Health Commission) সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, ‘রোগীর পরিবার টাকা বকেয়া রেখেছে বা অন্য কোনও কারণকে হাতিয়ার করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি কোনওভাবেই দেহ আটকে রাখতে পারবে না। যদি রোগীর পরিবারের কোনওরকম বকেয়া থাকে তবে তা জানাতে হবে কমিশনকে। বকেয়া টাকা মৃতের পরিবারের কাছ থেকে উদ্ধার করার দায়িত্ব নেবে কমিশন। কিন্তু দেহে আটকে রেখে পরিবারকে হয়রানির মুখে ফেলা যাবে না।’
সর্বাধিক পাঁচ ঘণ্টার মধ্যে মৃত রোগীর দেহ পরিজনের হাতে দিয়ে দিতে হবে। সম্প্রতি একবালপুরের এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর পর দেহ আটকে রাখার অভিযোগ উঠেছিল। রোগীমৃত্যুর ১৫ ঘণ্টা পরে দেহ ছেড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই নড়েচড়ে বসে কমিশন। অভিযোগ খতিয়ে দেখার পর দেহ ছাড়ার বিষয়ে নির্দেশিকা জারি করা হল।
নিয়ম না-মানলে হাসপাতালের লাইসেন্স বাতিলও হতে পারে। যদি নির্দিষ্ট কোনও কারণে দেহ ছাড়তে দেরি হয় তবে তা রোগীর পরিবারকে জানাতে হবে। কোনওভাবেই যাতে মৃত রোগীর শরীরে পচন না-ধরে সেই দিকও খেয়াল রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ।
নির্দেশিকায় সাফ বলা হয়েছে, ‘রোগীর মৃত্যুর পাঁচঘণ্টার মধ্যে দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। এর চেয়ে বেশি সময় দেহ রাখলে তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে। অনেক সময় মৃতের পরিবারের কোনও সদস্য ভিনরাজ্যে বা দেশের বাইরে থাকেন। সেক্ষেত্রে তাঁরা অনুরোধ করেন দেহ কিছুক্ষণের জন্য মর্গে রেখে দিতে। শুধুমাত্র সেই পরিস্থিতিতেই পাঁচঘন্টার বেশি দেহ হাসপাতালে রাখা যেতে পারে।’