মোদী সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প, মান-অভিমান পর্বের পর কি এবার মানভঞ্জনের পালা?

ভারত-মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে সদ্যই বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: মান-অভিমান পেরিয়ে এবার কি ফের পুরনো বন্ধুদের মিলন হবে? প্রধানমন্ত্রী মোদীকে (PM Modi) ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজের সমাজ মাধ্যমে বার্তা দিলেন, তিনি মোদীর সঙ্গে কথা বলতে চান। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হবে বলেও আশ্বস্ত করলেন ট্রাম্প। উত্তরে মোদী জানান, ট্রাম্পের সঙ্গে কথা বলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

প্রথমে ২৫ শতাংশ তারপর রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে আরও ২৫ শতাংশ শুল্কের বোঝা বন্ধু মোদীর দেশের পণ্যের উপরে চাপান ট্রাম্প। তারপরই শুরু হয় জটিলতা। কাছাকাছি আসে বেজিং, মস্কো ও নয়া দিল্লি। এ যেন মার্কিন মুলুকের জন্য অশনি সংকেত। নিজের দেশে সমালোচিত হন ট্রাম্প।

ভারত-মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে সদ্যই বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।’ ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে কিছুক্ষণ পর X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার। আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের ওপার সম্ভাবনার পথ খুলে দেবে। আমাদের আধিকারিকরা চুক্তি সম্পন্ন করতে আলোচনা করছেন। শীঘ্র তা সম্পন্ন হবে। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমরা আমাদের দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একজোট হয়ে কাজ করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen