দেশের নবনির্বাচিত উপ রাষ্ট্রপতিকে রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে কী কী পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: মঙ্গলবার দেশের উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। পদাধিকার বলে সিপি রাধাকৃষ্ণন এখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। রাজ্যসভা (Rajya Sabha) পরিচালনা করার ক্ষেত্রে তাঁকে আটটি পরামর্শ দিয়েছেন ডেরেক।
এক নজরে ডেরেকের আট পরামর্শ
বিরোধীদের থেকে নোটিশ গ্রহণ: বিরোধী সাংসদদের দেওয়া নোটিশ গ্রহণ করার জন্য নয়া উপ রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন ডেরেক। পাশাপাশি বিরোধীদের নোটিশের প্রেক্ষিতে সংসদে আলোচনার জন্যে আবেদন জানান তিনি। তৃণমূল সাংসদের অভিযোগ, পূর্ববর্তী চেয়ারম্যানের আমলে বিরোধীদের নোটিশ গ্রহণ করা হতো না।
সাংসদদের গণ-সাসপেশন বন্ধ: ২০২৩ সালের ডিসেম্বরে বিপুল সংখ্যক বিরোধী সাংসদদের নিলম্বিত করেন রাজ্যসভার তদানিন্তন চেয়ারম্যান। গণনিলম্বিতকরণ বন্ধের আবেদন করেছেন তৃণমূল সাংসদ।
ভাইস-চেয়ারম্যান মনোনয়ন: ডেরেকের প্রস্তাব, ভাইস-চেয়ারম্যান প্যানেলে অভিজ্ঞ সাংসদদের মনোনীত করা উচিত এবং নাম ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা নেওয়া উচিত।
প্রতিবাদকে দমানো উচিত নয়: ডেরেকের দাবি, সংসদ টিভিতে বিরোধীদের প্রতিবাদ সম্প্রচার করতে হবে। সংসদীয় কার্যকলাপের সম্পূর্ণ সম্প্রচার নিশ্চিত করতে হবে।
বিলের পর্যালোচনা সুনিশ্চিতকরণ: তৃণমূল সাংসদের মতে, পর্যালোচনার জন্য বিলগুলোকে আরও বেশি করে সংসদীয় কমিটিতে পাঠাতে হবে। সংশ্লিষ্ট মহলের মতামত নিতে হবে।
সাংসদদের সাংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ: সংশোধনী আনা এবং বিল পাশের ভোটাভুটির ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং করার গুরুত্বের উপর জোর দিচ্ছেন তৃণমূল সাংসদ।
‘পয়েন্টস অফ অর্ডার’ গ্রহণ: সংসদীয় শিষ্টাচার বজায় রাখা এবং সাংসদদের উদ্বেগ নিঃসরণ করার জন্য ‘পয়েন্টস অফ অর্ডার’ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা।
জন্মদিনের শুভেচ্ছা জানানো বন্ধ: তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন, সাংসদদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর রীতিটির যৌক্তিকতা নিয়ে। তাঁর পরামর্শ, জন্মদিনের শুভেচ্ছা জানানোর বদলে সেই সময়টি জাতীয় বিষয় নিয়ে আলোচনার জন্য বরাদ্দ করে আরও ভালভাবে ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, বাদল অধিবেশনের প্রথম দিনে একুশে জুলাই আচমকা ইস্তফা দেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই কারণে, তাঁর উত্তরসূরি বাছতে নির্বাচনের আয়োজন করা হয়। NDA শিবির মহারাষ্ট্রের রাজ্যপাল তথা প্রাক্তন সংঘ নেতা সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করে। ৯ সেপ্টেম্বর, ৪৫২টি ভোট পেয়ে তিনি জয়ী হন।