Asia Cup 2025: ইতিহাস গড়লেন কুলদীপ, স্পিনের ঘূর্ণি তুফানে ভেসে গেল ইউএই

September 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: এশিয়া কাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করল টিম ইন্ডিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (১০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরসাহিকে(UAE)মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে ভারত জিতে নিল একতরফা ম্যাচ। এটি এশিয়া কাপের ইতিহাসে ভারতের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। শুরু থেকেই ভারতীয় বোলাররা আগ্রাসী ছন্দে আক্রমণ চালায়, আর সেই ঝড়ের কেন্দ্রে ছিলেন কুলদীপ যাদব।

কুলদীপ দীর্ঘ বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পর প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নামেন এবং প্রত্যাবর্তনের দিনই ইতিহাস গড়ে ফেললেন। তিনি ২.১ ওভার বল করে মাত্র ৭ রান খরচকরে ৪টি উইকেট তুলে নেন। তার শিকার হন মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, হর্ষিত কৌশিক ও হায়দার আলি। মাত্র ১৩ বলেই ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে কুলদীপ ভেঙে দেন পাকিস্তানের শাদাব খানের পুরনো রেকর্ড (১৭ বলে ৪ উইকেট, ২০২২)। এটি এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪ উইকেট নেওয়ার রেকর্ড।

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের তালিকায় কুলদীপ এখন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন আরেক ভারতীয় ভুবনেশ্বর কুমার, যিনি ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের শাদাব খান।

এশিয়া কাপ টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগার (সেরা পাঁচ):
১. ভুবনেশ্বর কুমার – ৪-০-৪-৫ (আফগানিস্তান, ২০২২)
২. কুলদীপ যাদব – ২.১-০-৭-৪ (ইউএই, ২০২৫)
৩. শাদাব খান – ২.৫-০-৮-৪ (হংকং, ২০২২)
৪. মোহাম্মদ নবি – ৪-০-১৭-৪ (হংকং, ২০১৬)
৫. লাসিথ মালিঙ্গা – ৪-০-২৬-৪ (ইউএই, ২০১৬)

ম্যাচ সেরা পুরস্কার জিতে কুলদীপ কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় দলের ট্রেনার এড্রিয়ান-কে। কুলদীপ বলেন,
“এড্রিয়ানকে ধন্যবাদ জানাই। আমার ফিটনেস এবং বোলিং নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি। আজ মাঠে তার ফল মিলেছে। উইকেটের পরিস্থিতি বুঝে বল করা এবং ব্যাটারের মানসিকতা পড়ে বল করাই আমার মূল লক্ষ্য ছিল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen