V-P poll Result-র পর ‘ক্রস ভোট’ নয়, ‘সংখ্যা তত্ত্ব’ তুলে ধরে মোদী সরকারকে আক্রমণ তৃণমূল সাংসদের

September 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৩: উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটের বিতর্ককেই গুরুত্ব দিল না তৃণমূল! যখন বিভিন্ন রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে কোন দল থেকে কতটা ক্রস ভোট হয়েছে, সেই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সংখ্যা তত্ত্বের নিরিখে কাঠগড়ায় তুললেন মোদী সরকারকে।

বৃহস্পতিবার, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘গুরুত্বপূর্ণ সংখ্যা’ তুলে ধরে ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আজ ১৫ দিন হয়ে গেল। মণিপুরে হিংসা শুরু হয়েছে ৮৬২ দিন আগে। বিজেপি সভাপতি হিসেবে জে.পি. নাড্ডা ৯৬৭ দিন ধরে অতিরিক্ত সময় ধরে রয়েছেন। পশ্চিমবঙ্গের জন্য MGNREGA তহবিল বন্ধ রয়েছে ১,২৮২ দিন। লোকসভায় ডেপুটি স্পিকার নেই ২,২৭৮ দিন ধরে। আর প্রধানমন্ত্রী লোকসভায় কোনও প্রশ্নের উত্তর দিয়েছেন ৪,১১৭ দিন আগে,”

ডেরেক আরও বলেন, “এই সংখ্যাগুলিই আসল, যার জন্য মোদী সরকারকে জবাবদিহি করতে হবে। এখানে-ওখানে ১৫টা ভোট এদিক-ওদিক হওয়া নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।”

৯ সেপ্টেম্বর NDA শিবির মহারাষ্ট্রের রাজ্যপাল তথা প্রাক্তন সংঘ নেতা সিপি রাধাকৃষ্ণণ ৪৫২টি ভোট পেয়ে তিনি জয়ী হন। যেখানে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। যদিও NDA-র পক্ষে ছিল ৪২৭ জন সাংসদ, তবু অতিরিক্ত ভোট পাওয়ায় BJP দাবি করেছে, বিরোধী শিবির থেকেও সমর্থন এসেছে।

উল্লেখ্য, এর আগে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের ৪১ জন সাংসদই বিরোধী প্রার্থীকে ভোট দিয়েছেন। অসুস্থ থাকা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় ভোট দিতে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বিজেপি অতীতে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গে টাকা দিয়ে সরকার ফেলার চেষ্টা করেছে। CAA, NRC, কৃষি আইন, নোট বাতিল, সব ক্ষেত্রেই মানুষের ক্ষতি করেছে। মণিপুরের দীর্ঘ অস্থিরতা নিয়েও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen