উপ রাষ্ট্রপতি পদে শপথ নিলেন CP Radhakrishnan, অন্তরাল পর্ব কাটিয় হাজির ধনখড়ও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০০: উপ রাষ্ট্রপতি হিসাবে শপথ (Vice President oath) নিলেন সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ সরকারের মন্ত্রীরা। NDA-র শরিকদলের নেতারাও উপস্থিত ছিলেন। সকলকে চমকে দিয়ে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। বিরোধী শিবিরের প্রথম সারির কোনও নেতা এদিনের অনুষ্ঠানে ছিলেন না।
গত ২১ জুলাই রাতে হঠাৎই উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ধনখড়। তার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর অন্তর্ধান নিয়ে জল্পনা হয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হয়েছে, বিজেপির উপর ক্ষোভ জেরে আড়াল চলে গিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। রাধাকৃষ্ণণের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে এলেন। উল্লেখ্য, মঙ্গলবার উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীকে হারিয়ে জয়ী হন রাধাকৃষ্ণণ।