দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মারামারি, ছুরিকাঘাতে নিহত নাবালক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:২৬: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড! খুন! দু’দল ছাত্রের মধ্যে মারামারি, ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা করায় এক ছাত্রের মৃত্যু হল। নিহত কিশোরের বয়স ১৭ বছর। আলমবাজারের বাসিন্দা ওই কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। হামলাকারীরা সকলেই এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার দুপুরে চার-পাঁচজন পড়ুয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল। হঠাৎই তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে এক যুবক অন্যজনের উপর ছুরি দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে একজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত এবং আহত উভয়েই স্কুলপড়ুয়া।
আহতকে মেট্রো স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় মেট্রো স্টেশনে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। মেট্রো স্টেশনের মধ্যে কীভাবে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করল ওই ছাত্র, তা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রোর চলাচলের উপরে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি।