JU Student Death: যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, মদ্যপানের অভিযোগ মানতে নারাজ প্রতিবেশীরা

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৪: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর অকাল মৃত্যু ঘিরে শোক ও বিস্ময়ের ছায়া নেমেছে তাঁর পাড়ায়। কলকাতার নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা বলছেন, এমন শান্ত, মেধাবী মেয়ের সঙ্গে মদ্যপানের অভিযোগের কোনও মিল খুঁজে পাচ্ছেন না তাঁরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, যখন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিলপাড় এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফের যাদবপুর ক্যাম্পাসে পড়ুয়া মৃত্যু নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

অনামিকার মৃত্যুর পর বিভিন্ন সূত্রে তাঁর মদ্যপানের অভ্যাসের কথা উঠে এলেও, প্রতিবেশীরা তা মানতে নারাজ। নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা বলছেন, এমন মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ের এমন পরিণতি তাঁদের কাছে অকল্পনীয়। এক প্রতিবেশী বলেন, “ও ছিল খুবই হাসিখুশি, দেখা হলেই কথা বলত। ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। এমন কিছু ঘটতে পারে, ভাবতেই পারছি না।”

আরেকজনের কথায়, “ওর মতো শান্ত মেয়ে খুব কম দেখা যায়। বেশিরভাগ সময় বাড়িতেই থাকত, বাইরে যেত না বললেই চলে।” অনামিকার মৃত্যুর পর তাঁর মদ্যপানের প্রসঙ্গ উঠে এলেও, স্থানীয়রা সেই দাবি মানতে নারাজ। তাঁদের মতে, “ও মদ্যপান করত-এই কথা বিশ্বাস করার মতো নয়।”

মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, এলাকাবাসীর ক্ষোভ মূলত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। তাঁদের প্রশ্ন, “ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত?” অনামিকার পরিবার ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে, এবং তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen