রবিবার ফের SSC পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৪০: আগামী রবিবার, ১৪ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের SSC পরীক্ষা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন পরীক্ষার্থী। রাজ্যজুড়ে ৪৭৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কমিশন ইতিমধ্যেই পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে, যাতে পরীক্ষার দিন কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে এবং নিরাপত্তা বজায় থাকে।
কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের?
– অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক: দেহতল্লাশির সময় অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা আবশ্যক। যদি অ্যাডমিট কার্ডে ছবি অস্পষ্ট হয়, তাহলে সরকারি পরিচয়পত্র ও তার ফটোকপি সঙ্গে রাখতে হবে।
– স্বচ্ছ সামগ্রী: পরীক্ষার হলে শুধুমাত্র স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ফোল্ডারে প্রয়োজনীয় নথি নিয়ে প্রবেশ করা যাবে।
– মোবাইল ও মূল্যবান সামগ্রী নিষিদ্ধ: ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনও মূল্যবান সামগ্রী পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে টোকেন সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ব্যাগ রাখা যাবে।
SSC জানিয়েছে, আগের পরীক্ষার মতো এবারও পরীক্ষাকেন্দ্রের বাইরে অযোগ্য প্রার্থীদের তালিকা টাঙানো থাকবে। যাতে কোনও অযোগ্য পরীক্ষার্থী ভুল করে পরীক্ষায় অংশ না নিতে পারেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই তালিকা আগামিকালও কেন্দ্রগুলিতে থাকবে।
এই সপ্তাহের পরীক্ষায় মোট ৩৬টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, যা গত রবিবারের তুলনায় বেশি। যদিও পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম, তবে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও, প্রতিটি কেন্দ্রে থাকবে কড়া নজরদারি।
SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, “প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে আমরা প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।”
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে রিপোর্ট করতে হবে, প্রবেশ বন্ধ হবে ১১:৪৫-এ, এবং পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়।
স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীরা OMR শিটের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করতে হবে সকাল ১০টার মধ্যে, এই নিয়ম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন।