Vaishno Devi: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বৈষ্ণো দেবী যাত্রা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: জম্মু-কাশ্মীরের ভবন অঞ্চলে (Bhawan) অতিভারী বৃষ্টিপাতের কারণে বৈষ্ণো দেবী যাত্রা পুনরায় অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। বৈষ্ণো দেবী মন্দির বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং অঞ্চলে একাধিক ভূমিধসের (landslide) কারণে এই তীর্থযাত্রা ইতিমধ্যে টানা ১৪ দিন ধরে বন্ধ রয়েছে।
মন্দির বোর্ড তাঁদের এক্স (X) হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তিতে ভক্তদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে, যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার পর ভক্তদের ধৈর্য ও সহমর্মিতার জন্য মন্দির বোর্ড কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামছে এবং মন্দিরের কাছের রাস্তাগুলি বন্ধ হয়ে যাওয়ায় তীর্থযাত্রীদের যাতায়াতের পর বিপদসঙ্কুল হয়ে উঠেছে। ধস ও রাস্তা ধসে যাওয়ার কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কও বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে, যা যাতায়াতকে আরও কষ্টসাধ্য করে তুলছে।
গত ২৬শে অগাষ্ট এক ভয়াবহ পাহাড়িধসের পর বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত করা হয়, যে ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয় এবং আহত হন বহু মানুষ। কাটরা থেকে মন্দির পর্যন্ত ১২ কিলোমিটার ট্রেকের অর্ধেক পথে আধকুয়াড়িতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে দুপুর ৩টের আশেপাশে।