World Boxing Championship 2025: সোনা জিতলেন জেসমিন, রুপোর জয় নূপুরের, পূজা পেলেন ব্রোঞ্জ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২০: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) ভারতের মেয়েদের জয়জয়াকার। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ২৪ বছর বয়সি জেসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria)। লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের জুলিয়া জেরেমেতার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করেন জেসমিন ল্যাম্বোরিয়া। প্রতিপক্ষ কার্যত তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। উল্লেখ্য, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এটিই ভারতের প্রথম স্বর্ণপদক।
আগেও আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতেছেন জেসমিন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে লাইট ওয়েট বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। বক্সিংয়ে আসার ক্ষেত্রে জেসমিন অনুপ্রেরণা তাঁর কাকা। তাঁর দুই কাকা সন্দীপ সিং এবং পারবিন্দর সিং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতেছেন। প্রপিতামহ হাওয়া সিংও অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কারজয়ী বক্সা। তিনি ১৯৬৬ এবং ১৯৭০-র এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিলেন।
অন্যদিকে, ৮০+ কেজি হেভিওয়েট বিভাগের ফাইনালে পোল্যান্ডের আগাতা কাজমারস্কার কাছে পরাজিত হয়ে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নূপুর শেওরানকে। কাজমারস্কার কাছে ২-৩ ব্যবধানে হেরে যান নূপুর। ব্রোঞ্জ পদক জিতেছেন পূজা রানি। ৮০ কেজি বিভাগের সেমিফাইনালে ইংল্যান্ডের এমিলি অ্যাসকুইথের কাছে পরাস্ত হন পূজা।