‘শহিদ’ পরিবারগুলিকে আর্থিক সাহায্য ঘোষণা, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে কারকি বললেন, ‘ক্ষমতা ভোগ করতে আসিনি’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী (PM of Nepal) হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি (Sushila Karki)। উত্তাল নেপালের শাসনভার এখন তাঁর হাতে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রবিবার প্রথমবার প্রকাশ্যে জানান, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। বিক্ষোভে মৃতদের পরিবারপিছু নেপালি মুদ্রায় ১০ লক্ষ আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন কারকি। তিনি বলেন, “আমি এবং আমার টিম, আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকব না। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে সকলের সমর্থন চাই আমাদের, সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না।” আরও জানান কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই শহিদ। তাঁদের পরিবারকে ১০ লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার।
উল্লেখ্য, বিক্ষোভের পর পাঁচ হাজার যুব আন্দোলনকারী ভারচুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কারকির নাম প্রস্তাব করে। কারকির কাছে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে গেল তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে আড়াই হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়। তারপরই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কারকি। তিনিই নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছেন কারকি।