Waqf Amendment Act: সম্পূর্ণ স্থগিতাদেশ নয়, জেলাশাসকদেরও ক্ষমতা দিল না শীর্ষ আদালত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৪: সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার পরে গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫। যার প্রতিবাদে ঝড় ওঠে। একাধিক মামলা দায়ের হয় স্থগিতাদেশ চেয়ে। ওয়াকফ আইনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। সোমবার, সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Amendment Act 2025) উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না দেশের শীর্ষ আদালত। আজ, সুপ্রিম কোর্ট (Supreme Court) অন্তর্বর্তী রায়ে জানিয়েছে, আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনও যুক্তি নেই। শীর্ষ আদালত আরও জানিয়েছে, সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে জেলাশাসক সিদ্ধান্ত নিতে পারবেন না। তেমন হলে আইন, আদালত ও প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে। এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আজ রায় জানাল সুপ্রিম কোর্ট।
সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী, কোনও সম্পত্তি ওয়াকফ কি-না, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সম-পদমর্যাদার আধিকারিকদের হাতে ন্যস্ত করা হয়েছিল। অভিযোগ ওঠে, এতে মুসলমান সম্প্রদায়ের মানুষ নিজেদের অধিকার হারাবেন। ২২ মে মামলা দায়ের হয়।
আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) বিআর গবইয়ের বেঞ্চ, সংশোধিত আইনের আইনের তিন নম্বর অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে। প্রধান বিচারপতি গবই এবং বিচারপতি এজি মসিহ-র বেঞ্চ জানিয়েছে, যতদিন না পর্যন্ত ট্রাইবুনাল সিদ্ধান্ত দেয়, ততদিন কোনও তৃতীয় ব্যক্তিকে অন্য কারও বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না।