ট্রোলিংকে একদম পাত্তা নয়,পাকিস্তানকে হারিয়ে পহেলগাঁওয়ের শহিদদের জয় উৎসর্গ সূর্যের

September 15, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ বয়কটের দাবি উঠেছিল জোরদারভাবে। শুধু তাই নয়, কিছু সমর্থক সরাসরি ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামা উচিত নয়। তবে ভারতীয় দলের ভেতরে ছিল একেবারে ভিন্ন পরিবেশ। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, বাইরের সমস্ত কোলাহল থেকে দূরে থাকতেই জয়ের মূল মন্ত্র খুঁজে পেয়েছিলেন তারা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সূর্য জানিয়েছেন, দুবাই পৌঁছনোর প্রথম দিন থেকেই খেলোয়াড়রা সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে আনবেন। তিনি বলেন,”আমরা ঠিক করেছিলাম অন্তত ৭৫-৮০ শতাংশ মাঠের বাইরে ওঠা আওয়াজ থেকে নিজেদের আলাদা রাখব। এতে আমাদের মনোবল পরিষ্কার থাকবে এবং মাঠে গিয়ে সহজেই নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারব। সাপোর্ট স্টাফরাও আমাকে এবং দলের অন্যদের সোশ্যাল মিডিয়াই ওঠা আওয়াজ থেকে দূরে রাখতে সাহায্য করেছেন।”

এর জেরেই ভারতীয় দল মাঠে নেমে চাপমুক্ত থেকে দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে।

ম্যাচ জয়ের পর অধিনায়ক সূর্যকুমার এই জয়টি পহেলগাঁওতে হওয়া সন্ত্রাসবাদী হামলার শহিদদের উৎসর্গ করেন। তিনি বলেন,
“আমরা শহিদদের পরিবারের পাশে আছি। দেশের সাহসী সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানাই। তারা আমাদের অনুপ্রেরণা কেন্দ্র, আমরা চাই মাঠে এমন পারফরম্যান্স দিয়ে তাঁদের মুখে বারবার হাসি ফোটাতে।”

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এমন সহজ জয় ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে দূরে সরিয়ে রেখে নিজেদের লক্ষ্যে অবিচল থাকা যে কতটা জরুরি, ভারতীয় দল তার সেরা উদাহরণ গড়ল আরও একবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen