টিএস শিবজ্ঞানম অবসর নিতেই Calcutta high Court-র প্রধান বিচারপতি হচ্ছেন সৌমেন সেন

September 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২০: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির পদ থেকে টিএস শিবজ্ঞানম অবসর নিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সৌমেন সেন। আজ, সোমবার, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) পদে তাঁর নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক।

হাই কোর্টে বিচারপতি শিবজ্ঞানমের শেষ দিন ছিল আজ। অন্যদিকে, গত শুক্রবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি করে পাঠানোর জন্য সুপারিশ করেছিল। এরই মধ্যে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সেনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। যদি কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি সেনকে মেঘালয়ে চলে যেতে হয়, সেক্ষেত্রে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদে অন্য কেউ বসবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ এপ্রিল থেকে তিনি কলকাতা হাই কোর্টের বিচারপতি পদে রয়েছেন সৌমেন সেন (Justice Soumen Sen)। ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen