Bihar SIR: অবৈধ পদ্ধতি নিলেই বাতিল গোটা প্রক্রিয়া! কমিশনকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

September 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: এবার SIR নিয়ে নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের SIR নিয়ে কোনওরকম অবৈধ পদ্ধতি অবলম্বন করে, সেক্ষেত্রে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়াও বাতিল করে দেওয়া হবে। এই মামলায় ফের আগামী ৭ অক্টোবর শুনানি হবে সুপ্রিম কোর্টে। মামলার চূড়ান্ত রায় দেশব্যাপী SIR-র জন্য কার্যকর হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। আপাতত বিহারে SIR-র প্রেক্ষিতে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।

এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, “সংবিধান স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশন (Election Commission)। আশা করি, বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।”

আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। যদিও মামলাকারীদের আইনজীবীরা অনুরোধ করেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অর্থাৎ পয়লা অক্টোবরের আগে শুনানি হয়। দশেরার ছুটি থাকার কারণে অনুরোধ গ্রহণ করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও কোনও সমস্যা হবে না। ভোটার তালিকা চূড়ান্ত হোক বা না-হোক, কোনও বেআইনি প্রক্রিয়া ধরা পড়লেই আদালত গোটা SIR-র প্রক্রিয়া বাতিল করে দেবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) ক্ষেত্রে ১২তম প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। কমিশনের আপত্তিকে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, SIR-র পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। প্রথমে নির্বাচন কমিশন বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশও করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen