বাংলার প্রকল্পে টাকা আটকে পুজোর আগে কর্মীদের আগাম বেতন দেবে কেন্দ্র, নেপথ্যে কোন কৌশল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫২: বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা এখনও বকেয়া। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা বা জল জীবন মিশন-প্রকল্পে ভালো কাজ হলেও কেন্দ্র আটকে রেখেছে বরাদ্দ টাকা, এমনটাই বারবার অভিযোগ করে আসছে রাজ্যের শাসক দল।
পুজোর মরশুমেও সেই অর্থ থেকে বঞ্চিত বাংলা অথচ পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্র জানিয়েছে, চলতি মাসের ২৬ সেপ্টেম্বরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে যাবে বেতন, যদিও মাস শেষ হওয়ার কথা তার পরেই। ফলে দুর্গাপুজোর কেনাকাটায় কিছুটা হলেও স্বস্তি পাবেন কর্মীরা।
এ বছর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে দুর্গাপুজো। এর আগে ২৬ তারিখেই আগাম বেতন ঘোষণা করেছে কেন্দ্র। বঙ্গ বিজেপির নেতৃত্বে পরিবর্তনের পর থেকেই দলকে বাংলার সংস্কৃতির সঙ্গে মেলানোর চেষ্টা স্পষ্ট। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে বারবার দুর্গা ও কালীপুজোয় অংশ নিতে দেখা গেছে। এমনকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভার মঞ্চেও স্থান পেয়েছে বাঙালির ঘরের দেবদেবীর ছবি।
রাজনৈতিক মহলের মতে, সবকিছুই ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখেই বাঙালির আবেগে শান দেওয়ার কৌশল। কেন্দ্রীয় কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্তকেও অনেকে সেই একই সমীকরণের অংশ হিসেবেই দেখছেন। তবে ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠছে, প্রকল্পের বকেয়া অর্থ যখন রাজ্য পাচ্ছে না, তখন শুধুমাত্র কর্মীদের আগাম বেতন ঘোষণাই কি বাংলার ‘বঞ্চনা’ ঢাকতে যথেষ্ট?