জন্মদিনের প্রাক্কালে মোদীকে ফোন ট্রাম্পের, তেলে আত্মনির্ভরতার কথা বলতেই বরফ গললো?

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২২: আজ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৫তম জন্মদিন। ভারতীয় সময় মঙ্গলবার রাতেই মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সমাজ মাধ্যমে সে’কথা জানান মোদী।

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।” তিনি আরও লেখেন, “আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

উল্লেখ্য, গত ১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনে কথা হল। আমেরিকা-ভারত (India-US) বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মাঝেই মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোনকে সদর্থক পদক্ষেপ হিসেবে মনে করছেন অনেকে। ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। কারণ হিসাবে তিনি দায়ী করেছেন ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে। এতে কাছাকাছি এসেছে মস্কো, বেজিং ও নয়া দিল্লি। আমেরিকা বরাবর চীনকে রুখতে ভারতকে ব্যবহার করেছে হাতিয়ার হিসাবে। তিন দেশ কাছাকাছি আসায় ট্রাম্প নিন্দিত ও সমালোচিত হয়েছে মার্কিন মুলুকে। আমেরিকার দীর্ঘকালীন বিদেশনীতি ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, ক্ষতির মুখে ভারতের অর্থনীতি। আর্থিক বিশেষজ্ঞদের মত, আমেরিকার শুল্ক যুদ্ধের চাপ পড়বে ভারতের জিডিপির উপর। মোদী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে পদক্ষেপ করছেন, অসমের সভামঞ্চ থেকে বলছেন ভারত তেলের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাবে; এ’সব আদতে ট্রাম্পকে বার্তা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। শোনা যাচ্ছে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে হয়তো খুব শিগগিরই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি হবে। সব মিলিয়ে দুই রাষ্ট্রপ্রধান ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে উদগ্রীব, নিজ নিজ স্বার্থে। সম্ভবত তারই মঞ্চ হয়ে উঠল মোদীর জন্মদিনের আগে ট্রাম্পের ফোনকল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen