রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ আসছে ৫ ডিসেম্বর, প্রভাসের সঙ্গে বক্স অফিসে মহাযুদ্ধ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৪০: রণবীর সিং আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন একেবারে ভিন্ন এক অবতারে। জিও স্টুডিওস প্রযোজিত ‘ধুরন্ধর’ এখন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে ছবির সম্পূর্ণ শুটিং শেষ হবে ১৫ অক্টোবর ২০২৫-এর মধ্যে। রণবীর তার সমস্ত অংশের শুটিং শেষ করবেন অক্টোবরের প্রথম সপ্তাহেই, আর বাকি কাস্টের শুটিং চলবে আরও ১০ দিন।
এক সূত্র জানিয়েছে, “‘ধুরন্ধর’-এর শেষ ধাপের শুটিং এখন জোরকদমে চলছে। রণবীর অক্টোবরের প্রথম সপ্তাহেই তার অংশ শেষ করবেন। এরপর বাকি অভিনেতারা শুটিং চালিয়ে যাবেন এবং ১৫ অক্টোবরের মধ্যে ছবিটি সম্পূর্ণভাবে শেষ হবে।”
শুধু শুটিং নয়, ছবির এডিটিংও সমানতালে চলছে। এখন পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ এডিট লক হয়ে গেছে। অক্টোবরের শেষের দিকেই ছবির প্রথম কপি প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই পোস্ট-প্রোডাকশন টিম দিনরাত এক করে কাজ করছে যাতে ৫ ডিসেম্বর ২০২৫-এ ছবিটি মুক্তি পায়। ছবির মার্কেটিং ক্যাম্পেইন শুরু হবে দীপাবলির সময়, যা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।
শুটিংয়ের পাশাপাশি রণবীর ব্যস্ত আছেন ‘ডন ৩’-এর প্রস্তুতিতে। অক্টোবরের শেষ থেকে শুরু হবে অ্যাকশন রিহার্সাল এবং চিত্রনাট্য নিয়ে বৈঠক। জানা গেছে, বড়সড় অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনা চলছে যা জানুয়ারি থেকে শুট হবে।
ধুরন্ধর ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর। ছবিতে রণবীর ছাড়াও থাকছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খন্না এবং অর্জুন রামপাল। যদিও গল্পের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, শোনা যাচ্ছে এটি ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং খ্যাতনামা গুপ্তচর অজিত ডোভাল-এর জীবনের ঘটনাবলী থেকে অনুপ্রাণিত। ছবির টিজারে স্পষ্ট করে দেখানো হয়েছে যে গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
৫ ডিসেম্বর মুক্তির দিনে ‘ধুরন্ধর’-এর মুখোমুখি হবে প্রভাসের ছবি ‘দ্য রাজাসাহেব’, যা বক্স অফিসে বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। রণবীর ভক্তদের জন্য এ যেন এক দারুণ উপহার, কারণ ছবিটি শুধু অ্যাকশনেই ভরপুর নয়, পাশাপাশি থাকবে একটি শক্তিশালী দেশপ্রেমের বার্তা।
এখন দেখার অপেক্ষা, রণবীরের এই নতুন অবতার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে এবং বড়দিনের আগে বক্স অফিসে কেমন ঝড় তোলে ‘ধুরন্ধর’।