ICC T20 Batsman Ranking: অবিশ্বাস্য সাফল্যে শীর্ষে অভিষেক শর্মা

ভারতের তরুণ তারকা অভিষেক শর্মা অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ৮৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে দাপট দেখাচ্ছেন। ইংল্যান্ডের তারকা ফিল সল্ট (+১) উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ৮৩৮ পয়েন্ট নিয়ে। তার সতীর্থ এবং ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও (+১) এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে (৭৯৪)।
তবে ভারতের আরেক প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান তিলক ভার্মা দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন (৭৯২)। অস্ট্রেলিয়ার পাওয়ার হিটার ট্রাভিস হেড ৭৭১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে স্থির আছেন। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা (+১) উন্নতি করে ছয় নম্বরে (৭৫১), আর ভারতের সূর্যকুমার যাদব (-১) পিছিয়ে সপ্তম স্থানে (৭৪৭)।
শীর্ষ দশে আরও আছেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৭২৫), শ্রীলঙ্কার কুশল পেরেরা (৬৭৯), এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড (৬৭৬)।
এই র্যাঙ্কিং দেখে বোঝা যায়, টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ প্রতিভাদের উত্থান কতটা শক্তিশালী হচ্ছে। অভিষেক শর্মার নেতৃত্বে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও কঠিন প্রতিযোগিতা বজায় রাখছেন। আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে এই তালিকায় আরও পরিবর্তন আসতে পারে।