Russia Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! জারি সুনামির সতর্কতা

September 19, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: রাশিয়ার কামচাটকায় ফের ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার ভোরে স্থানীয় সময় পেট্রোপাভলোভস্ক-কামচাটকা উপকূলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।

শক্তিশালী এই ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল ৫.৮ মাত্রার।ভূমিকম্পের পরই মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস সুনামি সতর্কতা জারি করে। রাশিয়ার পূর্ব উপকূল ছাড়াও হাওয়াই, আলাস্কা এবং জাপানের উপকূলবর্তী অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে কামচাটকা উপকূল। চলতি বছরের ২৯ জুলাই রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পন ধরা পড়েছিল। গত সপ্তাহেও একই এলাকায় আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen