হিসাব নেই PM CARES Fund-র, বিদেশি ঋণে কেনা মোদীর ‘ফ্রি কোভিড টিকা’: অভিযোগ তৃণমূল সাংসদের

September 19, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: কোভিড টিকা ‘ফ্রি’ নয়? মোদী সরকারের দাবিকে মিথ্যা বলে তোপ দাগলেন তৃণমূল সাংসদ। শুক্রবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইট) তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে অভিযোগ করেন, যেটিকে সরকার ‘ফ্রি টিকা’ বলে প্রচার করেছে, আসলে সেই টিকা বিদেশি ঋণ নিয়ে কেনা হয়েছিল।

গোখলের দাবি, কোভিড মহামারির সময় অন্তত ৩ বিলিয়ন ডলার (প্রায় ২৬,৪৬০ কোটি টাকা) বিদেশি ব্যাংক থেকে ঋণ নেয় মোদী সরকার, শুধুমাত্র টিকা কেনার জন্য। সেই ঋণ শোধ করতে এখন ভারতীয় নাগরিকদের করের টাকা ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, টিকা কেনার বাইরে কোভিড (Covid 19) মোকাবিলার জন্য মোট ৭.২৫ বিলিয়ন ডলার (প্রায় ৬৪,০০০ কোটি টাকা) বিদেশি ঋণ (Foreign loan) নেয় কেন্দ্রীয় সরকার। অথচ, একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পিএম কেয়ার্স ফান্ড’ গড়ে তুলেছিলেন এবং সেখানে হাজার হাজার কোটি টাকা অনুদান জমা হয়েছিল। কিন্তু সেই ফান্ডকে সরকার ‘ব্যক্তিগত তহবিল’ বলে দাবি করে এবং এখনো পর্যন্ত এর খরচের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তাঁর কথায় “কোভিডকে অজুহাত করে শুধু মোদী ও বিজেপির স্বার্থসিদ্ধির জন্যই পিএম কেয়ার্সকে এক বিরাট প্রতারণা (স্ক্যাম) হিসেবে দাঁড় করানো হয়েছে।”

গোখলে প্রশ্ন তুলেছেন, “যদি বিদেশ থেকে ৬৪,০০০ কোটি টাকার ঋণ নিতেই হয়, তবে পিএম কেয়ার্স ফান্ডের (PM CARES Fund) উদ্দেশ্য কী ছিল?” তাঁর সংযোজন, “কেউই জানে না পিএম কেয়ার্স ফান্ডে কারা অনুদান দিয়েছে। এটি মোদীর ব্যক্তিগত গোপন তহবিলের মতো, যেখানে অনুদান নেওয়া হলেও সেই অর্থ কীভাবে খরচ হচ্ছে তার কোনও সঠিক হিসাব নেই।”

তিনি আরও কটাক্ষ করে লেখেন, “ভারতের মানুষকে যখন হাজার হাজার কোটি টাকার বিদেশি ঋণ শোধ করতে বাধ্য করা হচ্ছে, তখন মোদী সম্পূর্ণ গোপনীয়তার আড়ালে নিজের পিএম কেয়ার্স ফান্ড ভোগ করছেন-এটাই প্রকৃত অর্থে লুঠ।”

 

 

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen