সলমন খানের নতুন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’-এর লাদাখ শুটিং শেষ, নতুন লুকে ভাইজান ফিরলেন মুম্বইয়ে

September 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৬: ৪৫ দিনের টানা শুটিংয়ের পর অবশেষে শেষ হলো সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটেল অব গালওয়ান-এর লাদাখ শিডিউল। বৃহস্পতিবার মুম্বই এয়ারপোর্টে দেখা গেলো ভাইজানকে, পরনে ছিল সম্পূর্ণ কালো পোশাক—টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট আর টুপি। শুটিংয়ের সময়কার গোঁফ কেটে ক্লিন-শেভ লুকে ফেরার পর নতুন লুক নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

আপূরভ লাখিয়ার পরিচালনায় তৈরি এই ছবিটি ২০২০ সালের গালওয়ান ভ্যালি সংঘর্ষকে ঘিরে, যা ভারত ও চিনের সেনাদের মধ্যে হওয়া নির্মম হাতাহাতি লড়াইয়ের জন্য ইতিহাসে স্মরণীয়। ছবিতে সলমনকে দেখা যাবে এক সাহসী ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায়। কয়েক সপ্তাহ আগেই ইনস্টাগ্রামে সেনা পোশাক এবং গোঁফসহ সেই চরিত্রের লুক শেয়ার করেছিলেন তিনি।

পরিচালক লাখিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে একটি চমৎকার লাদাখের দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, “ইটস আ র‍্যাপ” পাশাপাশি সলমনের সঙ্গে একটি ক্যান্ডিড ছবিও পোস্ট করেন তিনি, যার ক্যাপশন ছিল, “৪৫ দিনের লাদাখ যাত্রার সমাপ্তি।”

শুটিংয়ের ফাঁকে সলমন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লেহ-রাজ নিবাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে অভিনেতাকে উপহার হিসেবে দেওয়া হয় একটি থাঙ্কা পেইন্টিং, যা তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্যের এক মূল্যবান শিল্পকর্ম। এছাড়াও ভাইজান স্থানীয় বাসিন্দা এবং সেনা সদস্যদের সঙ্গেও ছবি তুলেছেন। সেই সব মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভক্তদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া, কারণ ব্যাটেল অব গালওয়ান ভারতের সাম্প্রতিক সামরিক ইতিহাসের এক সাহসী অধ্যায়কে বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে।

এদিকে সলমন খানের হাতে রয়েছে আরও একটি ব্যস্ত প্রজেক্ট জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর শুটিং। ফলে একদিকে সিনেমার অ্যাকশন দৃশ্যের কাজ, অন্যদিকে ছোটপর্দায় সঞ্চালনা দুই দিকেই সমান ব্যস্ততা বজায় রেখেছেন ভাইজান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen