Asia Cup 2025: নবাগত ওমানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সূর্য কুমারদের
September 19, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: আজ শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ওমান। জিতে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ভারত ৮ উইকেটে তোলে ১৮৮ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা করেন ৩৮ রান। তিলক ভার্মা ২৯ ও অক্ষর প্যাটেল ২৬ রান করেন। ওমানের হয়ে দুটি করে উইকেট নেন কালিম, রামানন্দ ও শাহ।
ব্যাট করতে নেমে শুরু দারুণ করে ওমান। প্রথম উইকেট ৫৬ রানের মাথায় হারায় ওমান। কালিম ঝোড়ো ৬৪ রান করে আউট হন হার্ষিত রানার বলে। মির্জা ৫১ রানে ব্যাট করে পান্ডিয়ার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ ওভারের প্রথম বলে আর্শদ্বীপ সিং শুক্লা কে আউট করে ওমানের চতুর্থ উইকেট তুলে নেয়। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয়। ২১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।