দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৪ মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৯: দীর্ঘ বিতর্ক ও আইনি লড়াইয়ের পর অবশেষে ইস্টবেঙ্গলকে (East Bengal) ২০২৪ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ান ঘোষণা করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। গত মরসুমে ডায়মন্ডহারবার এফসি (DHFC) তাদের ম্যাচ পিছানোর অনুরোধ জানিয়েছিল। তবে আইএফএ সেই আবেদনে সাড়া না দিয়ে সূচি অপরিবর্তিত রাখে। এর ফলে ডায়মন্ডহারবার এফসি মাঠে নামার সিদ্ধান্ত না নিলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে ভবানীপুর ইতিমধ্যেই ওয়াকওভার পাওয়ায় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে লিড তৈরি করেছিল, যা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পথ অনেকটা এগিয়ে দিয়েছিল।
এরপরে ডায়মন্ডহারবার এফসির পক্ষ থেকে আদালতে মামলা করা হয় এবং আলিপুর জেলা আদালত চ্যাম্পিয়ন ঘোষণায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আইএফএ এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য আলিপুর জেলা আদালতের রায়কে আইসঙ্গত নয় বলে জানিয়ে দেন। ফলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার পথে আর কোনো বাধা ছিল না আইএফএ-র।
আইএফএ-র তরফ থেকে জানানো হয়েছে, কোর্টের লিখিত নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গলকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়েছে।
এবারের লিগেও ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ান হওয়া থেকে মাত্র এক পয়েন্ট দুরে। সোমবার ২২তারিখ নিজদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে নামছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ড্র করলেই লিগ চ্যাম্পিয়ান ইস্টবেঙ্গল।সে ক্ষেত্রে লাল-হলুদ শিবিরে ডবল ধামাকা আসন্ন।