রাতভর ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন, রাশিয়াকে ঠেকাতে ট্রাম্পের দ্বারে জেলেনস্কি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: আবারও ভয়াবহ হামলা চালাল রাশিয়া। শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে পরপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, সাম্প্রতিক সময়ে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাতভর অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৮০টি ড্রোন ছোড়া হয়েছে। এই হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
জেলেনস্কি সামাজিক মাধ্যমে জানান, রুশ সেনা ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় ড্রোন হামলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ডিনিপ্রোতে। সেখানে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ডিনিপ্রোর গভর্নর সের্গেই লাইসাক জানিয়েছেন, এক জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছেন।
হামলার আগে থেকেই সতর্কতা জারি করেছিল ইউক্রেনের (Ukraine) বিমান প্রতিরক্ষা বাহিনী। কিভ-সহ একাধিক শহরে সাইরেন বেজে ওঠে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ভলগোগ্রাদ, রস্তভ ও সারাতভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন আক্রমণ প্রতিহত করেছে।
পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় রাশিয়া (Russia)। সেই লক্ষ্যে হামলার তীব্রতা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ কিয়েভের। অন্যদিকে শান্তি আলোচনার কোনও অগ্রগতি হয়নি। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ও জ়েলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করলেও সমাধানসূত্র মেলেনি। ফলে যুদ্ধ থামার বদলে প্রতিদিনই ইউক্রেনে আক্রমণ বাড়ছে, পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।