ভারতের টানা সপ্তম জয়, পাকিস্তানকে আর প্রতিদ্বন্দ্বী মানছেন না সুর্যকুমার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে রবিবার এক অনবদ্য জয় পেল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টানা সপ্তমবার জয়ী হল টিম ইন্ডিয়া। গত তিন বছরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই টানা সাফল্য নতুন ইতিহাস গড়ল।
রবিবারের ম্যাচটিতে উত্তেজনা ছিল তুঙ্গে। টসের সময় থেকেই দুই দলের মধ্যে বিবাদ স্পষ্ট হয়েছিল। সুর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। ম্যাচ চলাকালীনও এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হয়, এমনকি আম্পায়ার সোহেল গাজিকে হস্তক্ষেপ করতেও হয়। ম্যাচের শেষে ভারতীয় দল করমর্দন না করার সিদ্ধান্তে অটল থাকে।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সুর্যকুমার যাদব ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বারবার প্রতিদ্বন্দ্বিতার কথা জিজ্ঞাসা করবেন না। যদি দুই দল ১৫-২০টি ম্যাচ খেলে এবং ফলাফল হয় ৭-৭ বা ৮-৭, তখন সেটি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু যদি স্কোরলাইন হয় ১০-১ বা ১৩-০, সেটা প্রতিদ্বন্দ্বিতা নয়।”
রবিবার ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৭ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে বিধ্বংসী ৭৪ রানের ইনিংস খেলে প্রায় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যদিও পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ভারতীয় দলের চারটি ক্যাচ ফসকে যায়, তবু সেটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি।
ভারত ২০২২ সালের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে টানা সাতটি ম্যাচ জিতল। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই ভারতের ১৫ ম্যাচের মধ্যে ১২তম জয়। সুর্যকুমারের কথায়, এখন আর ভারত-পাকিস্তান ম্যাচে সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতার আমেজ নেই।