‘পাশে আছি’, পহেলগাঁও কাণ্ডে নিহত বিতানের বাবা-মাকে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর
September 22, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: প্রতিপদের বিকেল। পুজোর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছেন শহরের একাধিক মণ্ডপে। সোমবার বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজো উদ্বোধনে এসে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা।
সেখানেই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মাকে। ‘ঘরের মেয়ে’ মমতাকে মঞ্চে কাছে পেয়ে আর চোখের জল ধরে রাখতে পারেননি বৃদ্ধ দম্পতি। তাঁদের হাত ধরে মমতা বলেন, “এখন কাঁদলে হবে না। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই, কিন্তু এত ছেলে রয়েছে আপনার।”
মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, তিনি নিয়মিত তাঁদের খোঁজ রাখেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। সেইসঙ্গে স্থানীয় নেতাদেরও নির্দেশ দেন, দম্পতির প্রতি সবসময় নজর রাখার জন্য।