ছন্দে ফিরছে কলকাতা, অনেকটাই স্বাভাবিক তৃতীয়ার মহানগর

September 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: তৃতীয়ায় রোদে মোড়া সকাল দেখল কলকাতা। দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে মহানগর। মঙ্গলবার বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি। বুধবার সকালেও মেঘমুক্ত আকাশ। পুর প্রশাসন ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে অনেক জায়গাতেই জল নেমে গিয়েছে। পুরকর্মীরা অক্লান্ত চেষ্টা চালাচ্ছেন। এখনও কলকাতা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন। 

 

সোমবার রাতভর বৃষ্টিতে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। হাওড়া ও শিয়ালদহ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করেছে। দুপুরের পর রেল পরিষেবা এবং সন্ধের পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক। মেট্রোও চলছে।

 

তবে উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, রাজা রামমোহন সরণী, কেশবচন্দ্র সেন স্ট্রিটে এখনও জল জমে আছে। দক্ষিণ কলকাতার টেগোর পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, পাম অ্যাভিনিউ, রবীন্দ্রসদনের কিছু এলাকায়, বেশ কিছু রাস্তায় জল দাঁড়িয়ে আছে।

 

মঙ্গলবার রাতের মধ্যেই বহু এলাকায় জমে থাকা জল নেমে যায়। যেসব জায়গায় জল জমে আছে, সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে জল নামানোর কাজও চলছে। গঙ্গায় জোয়ারের জেরে লকগেট বন্ধ ছিল। তাই জল নামাতে দেরি হয়েছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen