মমতার পথে হিমন্ত, অসমে দুর্গা পুজোর অনুদান, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৩: অসমে দুর্গা পুজোর উদ্যোক্তাদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। অসম সরকার (Assam Government) এবার সারা অসমের মোট ৭ হাজার ৮১৭টি দুর্গা পুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি পুজো কমিটি ১০ হাজার টাকা করে এই সাহায্য পাবে।
হিমন্ত জানিয়েছেন, এই তহবিল ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের হস্তান্তর করা হয়েছে। জেলা শাসকরা নিজ-নিজ এলাকার পুজো কমিটিগুলোর কাছে এই অর্থ পৌঁছে দেবেন।
অসম সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাঙালি সংগঠনগুলিকে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে উৎসবের আমেজ প্রাণবন্ত ও সর্বজনীন হয়। তবে রাজনৈতিক মহল বলে মনে করছে। বাংলায় বছরের পর বছর ধরে পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার বিষয়টি বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি তীব্র সমালোচনা করে আসছে। এমনকি তারা আদালতের দ্বারস্থ হয়ে এই অনুদান বন্ধ করার চেষ্টাও করেছিল। কিন্তু এবার অসমে বিজেপি সরকারেরই এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় রদবদলের ইঙ্গিতবাহী।
অনেকের মতে, পূর্ববর্তী নীতির বিপরীতে গিয়ে এই সিদ্ধান্ত হিমন্ত সরকারের নব্য-উদারনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।