Asia Cup 2025: বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে সূর্য কুমাররা

২৩:৩২: ১২৭ রানে অলআউট বাংলাদেশ
২৩:২১: ৬৯ রান করে আউট সইফ, বাংলাদেশ ১১৬/৯
২৩:১০: দ্বিতীয় শিকার বরুণের, বাংলাদেশ ১০৯/৬
২২:৪৮: রান আউট আলি, বাংলাদেশ ৮৫/৫
২২:৩০: ৬৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ
২১:৫০: ঝড়ের গতিতে রান তোলার পর ইনিংসের শেষ বলে ৩৮ রান করে আউট হার্দিক পান্ডিয়া, ২০ ওভার শেষে ভারত ১৬৮/৬।
২১:৩৭: ৫ রানে আউট তিলক ভার্মা, ভারতের স্কোর ১২৯/৫
২১:১৫: আউট অধিবনায়ক সূর্য কুমার যাদব, ভারত ১১৪/৪
২১:১০: ৭৫ রান করে আউট অভিষেক শর্মা, ভারত ১১২/৩
২০:৫৪: বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৭২ রান তুলেছে ভারত।
২০:৪২: আউট শিবম (২)।
২০:৩৪:আউট শুভমন (২৯)।
২০:৩১: ৬ ওভারে ভারত ৭২/০, ব্যাট করছেন অভিষেক (৪৬) এবং শুভমন (২৫)। পাওয়ার প্লে শেষ।
২০:২০: ৪ ওভারে ভারত ৩৮/০, ব্যাট করছেন অভিষেক (১৫) এবং শুভমন (২২)।
২০:১০: ব্যাট করছেন অভিষেক (৭) এবং শুভমন (৩)।
২০:০৪: অভিষেকের শুরুটা শান্ত, তানজিমের প্রথম বল থেকে ১ রানেই সন্তুষ্ট থাকতে হয়।
বাংলাদেশের প্রথম একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি, মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতের প্রথম একাদশ:অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
এশিয়া কাপের সুপার ফোরে বুধবারের ভারত-বাংলাদেশ ম্যাচ যেন এক অলিখিত সেমিফাইনাল। ম্যাচের শুরুতেই টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চমক দিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে সেই অধিনায়ক আর লিটন দাস নন, চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় নেতৃত্বের ভার উঠেছে জাকের আলির কাঁধে।