Sholay: পঞ্চাশ বছর পর ফিরে আসছে শোলের আসল শেষাংশ, গব্বরকে হত্যা করবেন ঠাকুর

September 24, 2025 | 2 min read

Authored By:

Manas Modak Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৪:  বিশ্বসিনেমার ইতিহাসে যে ক’টি চলচ্চিত্র কালজয়ী হিসেবে স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে শোলে (Sholay) নিঃসন্দেহে এক উজ্জ্বল নাম। কিন্তু এই চলচ্চিত্রটির যাত্রা ছিলো কিছুটা আলাদা। শোলে যখন প্রথম তৈরি হচ্ছিলো, তখন পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippi) চেয়েছিলেন ভিলেন গব্বর সিংয়ের (Gabbar Singh) মৃত্যু হোক ঠাকুরের (Thakur) হাতে। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে বণ্টনকারীদের (distrubutors) পরামর্শে, সেই চিত্রনাট্য বদলে ফেলা হয়। ফলে আমরা যে সংস্করণটি দেখেছি তাতে গব্বর সিং গ্রেপ্তার হয়, ঠাকুর তাঁকে হত্যা করেন না।

কিন্তু সেই আসল চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যগুলো শুটিং করা হয়েছিলো। আর এবার, চলচ্চিত্রটি মুক্তির পঞ্চাশ বছর পর, দর্শকরা দেখতে পাবেন শোলের সেই আদি ও অপ্রকাশিত শেষাংশ। অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney) আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনিতে (IFFS) এই সংস্করণটি প্রদর্শনের ঘোষণা করা হয়েছে। ৯ থেকে ১১ই অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবের মূল আকর্ষণ হবে নতুন করে সংরক্ষিত শোলে।

চলচ্চিত্রটির এই ঐতিহাসিক সংস্করণটি তৈরি করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (Film Heritage Foundation), সিপ্পি ফিল্মস-এর (Sippi Films) সহযোগিতায়। বছরখানেক ধরে চলা এই সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ছিল। লন্ডনে একটি দুর্লভ রঙিন প্রিন্ট খুঁজে বের করার পাশাপাশি মুম্বাইয়ের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়েছিলো চলচ্চিত্রটির আসল ক্যামেরা নেগেটিভ এবং হারিয়ে যাওয়া কিছু ডিলিটেড দৃশ্য। এরপর ডিজিটাল পদ্ধতিতে ৪কে (4K) রেজোলিউশনে সেগুলোকে এডিট করে ফিরিয়ে আনা হয়েছে তার ৭০মিলিমিটার (70mm) প্রিন্টের জৌলুস।

এই প্রদর্শনী তাই কেবল একটি চলচ্চিত্রের স্ক্রিনিং নয়, এটি ভারতীয় সিনেমার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সাক্ষী। একটি ভিন্ন ইতিহাস দেখার সুযোগ পাবেন দর্শকরা, যেখানে অমজাদ খান অভিনীত গব্বর সিংয়ের পরিণতি হবে সম্পূর্ণ আলাদা, সঞ্জীব কুমার অভিনীত ঠাকুরের প্রতিশোধ দেখানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen