আবারও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার

September 25, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৪: তেল নিয়ে বেঁধেছে গোল! রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। অতীতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (মোট ৫০ শতাংশ Tariff) হল রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের রসদ জোগান দেওয়ার শাস্তি। তার পর বহু জল বয়ে গিয়েছে। ফের বন্ধুত্বের দিকে এগোচ্ছে নয়া দিল্লি ও ওয়াশিংটন। কিন্তু এমন অবস্থায় আবারও তেল কেনা নিয়ে সরব আমেরিকা (USA)। বুধবার মার্কিন এনার্জি সচিব সেক্রেটারি ক্রিস রাইট (Chris Wright) বলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করা উচিত, ভারতের হাতে অনেক বিকল্প রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইট দাবি করেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা মানে ইউক্রেনে রুশ আগ্রাসনকে মদত দেওয়া। রাইট বলেন, “আমরা (আমেরিকা) ভারতকে শাস্তি দিতে চাই না। পৃথিবীর যেকোনও দেশ থেকে তেল কিনতে পারে ভারত, শুধু রাশিয়া ছাড়া। আমেরিকারও তেল বিক্রি করার ক্ষমতা আছে, অন্য দেশগুলিরও আছে।” ভারতকে দারুণ বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি ভারতের বিরাট ভক্ত। আমরা আরও বেশি এনার্জি ট্রেড, আরও বেশি পারস্পরিক যোগাযোগের অপেক্ষায় আছি।”

রাইটের মতে, অন্য দেশের তুলনায় সস্তা হওয়ায় ভারত রাশিয়ার থেকে তেল কিনছে।
নয়া দিল্লির দাবি, জাতীয় স্বার্থ আর বাজারের চাহিদা অনুযায়ী দেশের জ্বালানি নীতি ঠিক হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen