Durga Puja 2025: পুজোর চারদিন স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে

September 26, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৫০: পুজোয় সময় শহরতলি ও কলকাতা লাগোয়া একাধিক জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে কলকাতায়। এই বিপুল সংখ্যক মানুষের ভরসা লোকাল ট্রেন। এবার ঠাকুর দেখতে কলকাতায় যান নিশ্চিন্তে। শিয়ালদহ ডিভিশনে পুজোর সময় যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখেই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

 

সপ্তমী থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পুজোর কদিন ৩১টি স্পেশাল ট্রেন চালাবে রেল। শিয়ালদহ মেইন ও নর্থ সেকশনে চলবে ১৯টি স্পেশাল ট্রেন। ১২টি স্পেশাল ট্রেন সার্ভিস মিলবে শিয়ালদহ দক্ষিণ শাখায়। বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া প্রবেশপথ প্রফুল্লদ্বার। সাত বছর বন্ধ থাকার পর নতুন করে এই দ্বার তৈরি করে জন সাধারণের জন্য খোলা হল।

 

শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ রুটে ৬টি পরিষেবা রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ মিনিট অবধি পাওয়া যাবে। শিয়ালদহ-কল্যাণী-শিয়ালদহ রুটে ৪টি পরিষেবা, রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টো ৫৫ মিনিট পর্যন্ত মিলবে। বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে ৪টি পরিষেবা ১০টা ২০ মিনিট থেকে ভোর সাড়ে চারটে। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগরে ৫টি পরিষেবা, রাত পৌনে ১২টা থেকে ভোর ৪টে ৫৫ মিনিট। অন্যদিকে, দক্ষিণ শাখায় স্পেশাল সার্ভিসগুলি হল শিয়ালদহ-বারুইপুর, মোট ৬টি পরিষেবা রাত ১১টা ৪০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টে। শিয়ালদহ-বজবজ, ৬টি পরিষেবা রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে ৪০ মিনিট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen